As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6372
আমলটি সহি কিনা জানতে চাচ্ছি। তাড়াতাড়ি বিবাহ হওয়ার আমল উচ্চারণ:- ইয়া ফাত্তাহু। রোজ ফজরের নামায বাদ বাম হাতের উপর ডান হাত রেখে আল্লাহর উক্ত নামটি চল্লিশ বার যিকির করলে ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6372

প্রশ্ন

আমলটি সহি কিনা জানতে চাচ্ছি। তাড়াতাড়ি বিবাহ হওয়ার আমল উচ্চারণ:- ইয়া ফাত্তাহু। রোজ ফজরের নামায বাদ বাম হাতের উপর ডান হাত রেখে আল্লাহর উক্ত নামটি চল্লিশ বার যিকির করলে ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে।

উত্তর

না, এটা বানোয়াট কথা।