As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3797

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 22 Jun 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
কান মাসেহ করার সময় কি শুধু ভিতরের শুধু ছিদ্রটা নাকি ভিতরের প্যাচ টা ও মাসেহ করব আর নাকে পানি দেওয়ার সময় কি আঙ্গুল দিয়ে নাকের ছিদ্র যে কিলার করতে হবে?দয়া হাদিস জানা থাকলে এ ব্যাপারে একটু বলবেন?
আপনার সাথে কথা কখন ফোন দিব একটু বলবেন? এখন তো এশার পর তারাবিহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ছিদ্র ও প্যাচ সবই করবেন। হাদীসে এমনই আছে। সুনানু আবু দাউদ, হাদীস নং ১২৩ আর নাকের ছিদ্রে শুধু পানি পৌছালেই হবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ১১৮। দুটি হাদীসই সহীহ্

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।