আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3798

আদব আখলাক

প্রকাশকাল: 23 জুন 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হায়েজ অবস্থায় কোরান ওযু করে ধরা যাবে কিনা । না গেলে তাফসীর বা বাংলা অনুবাদ সহ ধরা যাবে কিনা। আমি অনেক আলেমকে বলতে শুনেছি পড়া যাবে। কিন্তু ধরা যাবে কিনা এই বিষয়টা আমার কাছে অস্পষ্ট।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় কুরআন ধরাও যাবে না, মুখস্ত পড়াও যাবে না। এটাই গ্রহনযোগ্য কথা। তাফসীরও ধরার দরকার নেই, কারণ অসাবধানতার কারণে কুরআনের আয়াতে হাত লাগার সম্ভাবনা থাকে। বাংলা ইসলামিক বই পড়তে পারেন।