As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1756

হালাল হারাম

প্রকাশকাল: 20 Nov 2010

প্রশ্ন

আস সালামুআলাইকুম। আ,মরা 4-5 জন মিলে একটা সমিতির মত করে কিছু টাকা জমাই। বর্তমানে ঈদ উপলক্ষে আমরা একটা গরু কিনে বর্গা দেয়ার ইচ্ছা করেছি। এখন আমাদের এই সমিতিতে আমার এক জন বন্ধু যুুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার ওই বন্ধুটি একটি প্রাইভেট ব্যাংক এ চাকরি করে। আপনাদের কাছে প্রশ্ন হল আমাদের সমিতিতে তাকে যুক্ত করা যায়েজ হবে কিনা। যেহেতু সে একটি সুদ বিত্তিক ব্যাংক এ চাকরি করে। আশা করি উত্তর টি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জায়েজ হবে, তবে এড়িয়ে যাওয়ায় ভাল, যাতে সে বিষয়টি নিয়ে আবার চিন্তা করার সুযোগ পায়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।