As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1757

আখিরাত

প্রকাশকাল: 21 নভে. 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ১) আমার বয়স ২১ আমার জীবনের পূর্বের সকল ফরয আমল সমূহের (বিশেষ করে সলাত) কাফফারা কিভাবে দিতে হবে? কিভাবে মাফ পাওয়া যাবে? ২) রাসুলুল্লাহ (সঃ) দিনে ৭০ বার তওবা করতেন… তিনি কিভাবে, কোন দোয়া পড়ে করতেন যেখানে একাধিক দোয়া আছে… আমি যদি সাইয়েদ্যুল ইস্তেগফারের দোয়া ৭০ বার পড়ি তাহলে কি আদায় হয়ে যাবে যেখানে সকাল সন্ধ্যায় পড়তে বলা হয়েছে সাইয়্যেদুল ইস্তেগফার…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাজা হয়ে যাওয়া সালাতগুলো একটু একটু করে আদায় করার চেষ্টা করুন এবং আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আশা করা যায় তিনি ক্ষমা করে দিবেন। ২। দেখুন, ইস্তিগফার এর অর্থ ক্ষমা প্রার্থনা করা। আপনি যে কোন দুআ দ্বারা কিংবা নিজের ভাষায় ইস্তিগফার করতে পারেন।