As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 921

প্রকাশকাল: 7 Aug 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,আমি যতদূর জীনেছি রাসূল (সঃ) সাহাবাদের কাছ থেকে কবিতা শুনতেন,অনেক সাহাবীদের কথাও শুনেছি যে তারা কবিতা লিখতেন। কিন্তু একটা হাদীসে দেখলাম, আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ নিজের পেট কবিতা দ্বারা ভর্তি করার তুলনায় পুঁজ দ্বারা ভর্তি করা যে কোন ব্যক্তির জন্য উত্তম। (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)। আসলে বেপার টা ক্লীয়ার হচ্ছেনা। কবিতার ক্ষেত্রে শরীয়ত কি বলে? এটা কি জায়েজ নাকি নাজায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, যে কবিতার ভাষা ভাল-সুন্দর, ইসলামের সাথে কোন বিরোধ নেই এই ধরনের কবিতা পাঠ জায়েজ। আর যে কবিতার ভাষা ভাল নয়, ইসলাম বিরোধী তাহলে জায়েজ হবে না। নিচের হাদীসটি দেখুন: ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : الشِّعْرُ بِمَنْزِلَةِ الْكَلاَمِ ، حَسَنُهُ كَحَسَنِ الْكَلامِ ، وَقَبِيحُهُ كَقَبِيحِ الْكَلامِ.

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।