আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 922

হালাল হারাম

প্রকাশকাল: 8 আগস্ট 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি তে চাকরী করি। এখানের ৯০% মেয়ে উগ্র আর অশালিন ভাবে জামা কাপড় পরে ইউনিভার্সিটি তে আসে। আর ছেলে মেয়েদের বেলাল্লাপনা একটা নিত্য নৈমত্তিক ব্যাপার। এই সব দেখে মাঝে মাঝে মন থেকে খুব ঘৃণা আসে। কিন্তু মুখ বুঝে সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না। আপনার কাছে প্রশ্ন হল এই জায়গায় চাকরী করে আমার উপার্জনকৃত টাকা হালাল নাকি হারাম আশা করি জানাবেন
২. অশ্লীল কিছু দেখা থেকে নিজের চোখ কে হিফাজতের জন্য কোন দোয়া থাকলে আমাকে বলুন।জাজাকাল্লাহু খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন পরিবেশে দিনের পর দিন থাকা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অপরাধ। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার জন্য ভাল পরিবেশে একটা চাকুরীর ব্যবস্থা করে দেন। আপনি অন্য কোথাও চাকুরী খুঁজতে থাকুন। যেখানে পরিবেশ ভাল, শালীনভাবে চলাচল করতে পারবেন। এর আগ পর্যন্ত এখানেই থাকুন এবং যতটা সম্ভব নিজেকে এসব থেকে মুক্ত রাখার চেষ্টা করুন। আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকুন। আল্লাহকে ভয় করে চললে অবশ্যই আল্লাহ তায়লা একটা উত্তম পন্থা বের করে দেবেন, আল্লাহ কুরআনে এটা বলেছেন। আল্লাহ হাফিজ।