প্রশ্ন-০১: ‘নিশ্চয় যারা ঈমান আনার পর পুনরায় কুফরিতে ফিরে যায় তাদের তাওবা কখনোই কবুল হবে না’-এদের জন্য কি কোনো মাসআলা আছে?

উত্ত: এটা কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা যাবে না। কেউ ঈমান আনে কুফরি করে, আবার ঈমান আনে কুফরি করে, এতে প্রাকৃতিকভাব তাদের মধ্যে কুফরিটা বেড়ে যায়। আবার ওইরকম মানুষের ব্যাপারেও আল্লাহ বলেছেন, তাদের তাওবা কবুল করবেন না।