প্রশ্ন: কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায় মেহেরবানী করে বলবেন?

উত্তর: এটা তো খুব বিস্তারিত ব্যাপার। খুবই বিস্তারিত ব্যাপার। আমি একটা দুটো বলব। আজকে আর বেশি বলা যাবে না। অনেক প্রশ্ন। কেউ যদি মনে করে সকল ধর্মের মানুষ জান্নাতে যাবে, এটা কুফরি, ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি ইসলামের কোনো বিধান অচল মনে করে, সে যুগে ছিল, এখন পালন না করলেও চলবে বা এগেো আগের যুগের জন্য ছিল এখন আর দরকার নেই, যেমন পর্দা- সেও কাফির। ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কুরআনের কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, অচল মনে করে, যেটা কুআনে স্পষ্ট আছে, সেটাও কুফরি।