As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায় মেহেরবানী করে বলবেন?

কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায় মেহেরবানী করে বলবেন।

প্রশ্ন: কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায় মেহেরবানী করে বলবেন?

উত্তর: এটা তো খুব বিস্তারিত ব্যাপার। খুবই বিস্তারিত ব্যাপার। আমি একটা দুটো বলব। আজকে আর বেশি বলা যাবে না। অনেক প্রশ্ন। কেউ যদি মনে করে সকল ধর্মের মানুষ জান্নাতে যাবে, এটা কুফরি, ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি ইসলামের কোনো বিধান অচল মনে করে, সে যুগে ছিল, এখন পালন না করলেও চলবে বা এগেো আগের যুগের জন্য ছিল এখন আর দরকার নেই, যেমন পর্দা- সেও কাফির। ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কুরআনের কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, অচল মনে করে, যেটা কুআনে স্পষ্ট আছে, সেটাও কুফরি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।