কুরআন ও হাদীসের নির্দেশনা থেকে আমরা জানতে পারি যে, আল্লাহর দরবারে ইবাদত কবুলের শর্ত বা গৃহীত হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত রয়েছে:

(১) বিশুদ্ধ ঈমান ও ইখলাস:

র্শিক, কুফ্র ও নিফাক-মুুক্ত বিশুদ্ধ ঈমান ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। উপরন্তু ইবাদতটি পরিপূর্ণ ইখলাসের সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো রকম উদ্দেশ্যর সামান্যতম সংমিশ্রণ থাকলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না।

(২) সুন্নাতের অনুসরণ:

কর্মটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত, রীতি ও তাঁর শিক্ষা অনুসারে পালিত হতে হবে। যদি কোনো ইবাদত তাঁর শেখানো ও আচরিত পদ্ধতিতে পালিত না হয়। তাহলে যত ইখলাস ও আন্তরিকতা-ই থাক না কেন। তা আল্লাহর দরবারে কবুল হবে না বা তার কোনো সাওয়াব মিলবে না।

(৩) হালাল ভক্ষণ:

ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল-জীবিকা-নির্ভর হতে হবে। হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বই: সহীহ মাসনূন ওযীফা, পৃ. ১৩।

ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া, তাওহীদের ঈমান (১), ইসলামী আকীদা ও প্রাসঙ্গিক পরিভাষাসমূহআল্লাহর পথের পথিকদের পাপ (৫), Higher Studies in Hadith