As-Sunnah Trust

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।
(সুরা বাকারা – ২:১১০)

যাকাত তহবিল (সামাজিক উন্নয়নের সেতু বন্ধন)

সালাতের মত ফরজ এবাদত যাকাত। যাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন ও সম্পদের পবিত্রকরণ। যাকাত এভাবে দেয়া উচিত, যেভোবে আল্লাহর তায়ালার নির্ধারিত খাতে যাকাত প্রদান করা হয়। যার ফলে সমাজ, জাতি ও বিশ্ব দারিদ্র্যমুক্ত হয়। সমাজের দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম। এজন্য যাকাতকে ইসলামে এত গুরুত্ব দেয়া হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ

অ্যাকাউন্টের নাম : As sunnah Trust Zakat
অ্যাকাউন্ট নম্বর : MSA: 20501750201937002
ব্যাংক : Islami Bank Bangladesh ltd
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 125440640
সুইফট কোড : IBBLBDDH

বিকাশ/নগদ/রকেট : 01718136962