ফকীহগণ উল্লেখ করেছেন যে, পিতা, শ্বশুর, ভ্রাতা ও অন্যান্য নিকটতম আত্মীয় যাদের সাথে বিবাহ চিরতরে নিষিদ্ধ তাদের সামনে মুসলিম রমণী নিজের শরীর আবৃত করে থাকবেন, তবে মুখ, মাথা, গলা, ঘাড়, বুক, বাজু, পা ইত্যাদি অনাবৃত রেখে তাদের সামনে যেতে পারেন। তবে এদের সামনেও প্রয়োজন ছাড়া যতটুকু সম্ভব আবৃত থাকতে তাঁরা উৎসাহ দিয়েছেন।

সূরা নূরের উপর্যুক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন,
…اَلزِّينَةُ الظَّاهِرَةُ الْوَجْهُ وَكُحْلُ الْعَيْنِ وَخِضَابُ الْكَفِّ وَالْخَاتَمُ فَهٰذَا تُظْهِرُهُ فِيْ بَيْتِهَا لِمَنْ دَخَلَ عَلَيْهَا… وَالزِّينَةُ الَّتِى تُبْدِيْهَا لِهَؤُلَاءِ النَّاسِ قُرْطَاهَا وَقِلَادَتُهَا وَسِوَارُاهَا فَأَمَّا خَلْخَالُهَا وَمِعْضِدَتُهَا وَنَحْرُهَا وَشَعْرُهَا فَلَا تُبْدِيْهِ إِلَّا لِزَوْجِهَا

“(তারা যেন যা প্রকাশিত তা ব্যতীত তাদের সৌন্দর্য-অলঙ্কার প্রদর্শন না করে): প্রকাশ্য সৌন্দর্য-অলঙ্কার মুখম-ল, চোখের সুরমা, করতলের মেহেদি ও আংটি। মহিলারা এগুলি তাদের বাড়িতে আগমনকারী সকলের সামনে প্রকাশ করবে।’ অতঃপর আল্লাহ বলেছেন, (তারা যেন তাদের স্বামী, পিতা,… বালক ব্যতীত অন্য কারো কাছে তাদের সৌন্দর্য-অলঙ্কার প্রকাশ না করে।) ‘এ সকল মানুষের জন্য তারা যে অলঙ্কার বা অলঙ্কারের স্থান প্রকাশ করবে তা হলো, কানের দুলদ্বয়, গলার হার ও হাতের বালা। বাজুতে পরিহিত অলঙ্কার, পায়ের মল, বক্ষ, চুল ইত্যাদি স্বামী ছাড়া কারো সামনে প্রকাশ করবে না।”1বাইহাকী, আস-সুনানুল কুবরা ৭/৯৪।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, বই: পোশাক, পর্দা ও দেহ-সজ্জা, পৃ. ২৬৩।