As-Sunnah Trust

সিয়াম, ইফতার, পানাহার, মেহমানদারি (পর্ব – ২)

সিয়াম, ইফতার, পানাহার, মেহমানদারি পর্ব ২

যিকর নং ১৭৯: ইফতারের দু‘আ-২ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ উচ্চারণ: “আল্লা-হুম্মা, ইন্নী আসআলূকা বিরা‘হমাতিকাল্লাতী ওয়াসি‘আত কুল্লা শাইয়িন আন তাগফিরালী।  অর্থ: “হে আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমতের ওসীলা দিয়ে আমি আপনার কাছে চাইছি যে, আপনি আমাকে ক্ষমা করে দিন।” আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু ইফতারের সময় এ দু‘আ বলতেন। চলবে… […]