প্রথম বিদ‘আত: ‘জলি যিকর’ বা সশব্দে যিকর করা

যিকর ইসলামের অন্যতম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী শব্দে যিকর করতে হবে, কখন কীভাবে করতে হবে তা সবই শিখিয়েছেন। তিনি ও তাঁর সাহাবীগণ তা পালন করেছেন। তাঁরা কখনো সমবেতভাবে সশব্দে যিকর করেননি। কখনো কখনো কোনো কোনো যিক্রের শব্দ ব্যক্তিগতভাবে সশব্দে বলেছেন। যেমন, বিতর সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার ‘সুবহানাল মালিকিল […]