As-Sunnah Trust

নিজের জন্য নিজে দু‘আ করা

নিজের জন্য ‍নিজে দু’আ করা

অনেকে নিজের জন্য নিজে আল্লাহর দরবারে দু‘আ চাওয়ার চেয়ে অন্য কোনো বুযুর্গের কাছে দু‘আ চাওয়াকেই বেশি উপকারী বলে মনে করেন। পিতামাতা, উস্তাদ, আলিম বা নেককার কোনো জীবিত মানুষের কাছে দু‘আ চাওয়া জায়েয। তবে নিজের দু‘আ নিজে করাই সর্বোত্তম। আমরা অনেক সময় মনে করি, আমরা গুনাহগার, আমাদের দু‘আ কি আল্লাহ শুনবেন?