তৃতীয় বিদ‘আত: চিল্লাকাশি ও নির্জনবাস

ব্যক্তি হৃদয়কে পবিত্র করতে এবং পার্থিব আকর্ষণ থেকে বিমুক্ত করতে নির্জনবাসের ফল অতুলনীয়। এজন্য বিভিন্ন ধর্মের সাধকগণ প্রাচীনকাল থেকে নির্জনবাস বা সন্ন্যাস অবলম্বন করেছেন। তারা জগতের সকল কোলাহল হতে মুক্ত থেকে একাগ্র মনে শুধু তাদের প্রেমাস্পদ স্রষ্টার উপাসনা ও ধ্যানে মগ্ন থেকেছেন। এভাবে তারা আধ্যাত্মিক শক্তি ও উন্নতি অর্জন করেছেন। ইসলামে এ ধরনের নির্জনবাস বা […]