অশ্লীলতা প্রতিরোধে আমাদের করণীয়

এজন্য আমার অনুরোধ হল যে, এইঅশালীন সংস্কৃতি আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, বাণিজ্যের জন্য, সেগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি হল, ‘কেনো, কেনো, খাও, ফুর্তি করো, মেতে ওঠো।’ এখানে কোনো ত্যাগ নেই, আছে শুধু ভোগের কথা। আছে মানুষকে পশু বানানোর কথা, মানুষ বানানোর কোনো কথা নেই। তবে দুঃখজনক ব্যাপার হল, এই সংস্কৃতি […]