১. শনি, মঙ্গল, অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি
শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, কোনো তিথি, স্থান বা সময়কে অমঙ্গল, অযাত্রা বা অশুভ বলে বিশ্বাস করা জঘন্য মিথ্যা ও ঘোরতর ইসলাম বিরোধী বিশ্বাস।
অমুক দিনে বাঁশ কাটা যাবে না, চুল কাটা যাবে না, অমুক দিনে অমুক কাজ করতে নেই… ইত্যাদি সবই মিথ্যা ও ভিত্তিহীন কুসংস্কার। এগুলো বিশ্বাস করলে শিরকের গোনাহ হবে।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
বই: হাদীসের নামে জালিয়াতি, জানুয়ারি ২০১৭ ঈসায়ী, পৃ. ৬২২