সালাত মহান প্রতিপালকের সাথে বান্দার সর্বোচ্চ সংযোগ এবং বান্দার একান্ত ‘মুনাজাত’। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই মূলত দু‘আর সময়। আল্লাহর প্রশংসা করা, স্তুতি গাওয়া ও প্রার্থনা করা, এটাই তো সালাত। হাদীস শরীফে পুরো সালাতকেই মুনাজাত বলা হয়েছে। সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন-
إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الصَّلاةِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ (فَلْيَنْظُرْ كَيْفَ يُنَاجِيْهِ، مَا يُنَاجِيْهِ بِهِ)
“যখন কেউ নামাযে থাকে তখন সে তার প্রভুর সাথে ‘মুনাজাতে’ (গোপন কথাবার্তায়) রত থাকে।” “কাজেই তার ভেবে দেখা উচিত কীভাবে এবং কী বলে সে তাঁর সাথে মুনাজাত বা আলাপ করছে।”1বুখারী (১১-আবওয়াবুল মাসাজিদ, ১-বাব হাক্কিল বুযাক…) ১/১৫৯ (ভারতীয় ১/১৬২); মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ১৩-বাবুন নাহ্য়ি আনিল বুযাক…) ১/৩৯০ (ভারতীয় ১/২০৭); হাকিম, আল-মুসতাদরাক ১/৩৬১।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
সালাত, দু‘আ ও যিকর, পৃ. ২৭