আসসালামু আলাইকুম ! সালাতের ঐক্য নামের একটা ভিডিও তে দেখলাম আপনি বলছেন রাসুল স: এর পিছনে কিরাত পরার পর জিজ্ঞাসা করলেন তোমরা কি কিরাত পড়ছ? সাহাবারা বলল হা তখন রাসুল স: বললেন তোমরা এখন থেকে আর পরবেনা। হাদিস তো এখানেই শেষ না পরের কথা টুকু কেন বললেন না। সেটাই তো আসল কথা। তোমরা কিরাত পরবেনা ফাতেহা ছাড়া।
প্রশ্ন :সরকারি চাকরি করতে গিয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও কি রাষ্ট্রীয় শিরক্ করা যাবে? সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনে অনিচ্ছা সত্ত্বেও যদি পুলিশকে ঘুষ দেয়া লাগে, তাহলে চাকরি ও বেতন কি হালাল হবে?
কোনো হিন্দু উর্ধতন কর্মকর্তার অধিনে মুসলমান অধঃস্তন কর্মকর্তা চাকুরি করলে,মুসলমান কর্মকর্তা সেই হিন্দু উর্ধতন কর্মকর্তাকে কিভাবে সন্মান করবেন। উল্লেখ্য আমরা মুসনমানের ক্ষেত্রে সালাম দিয়ে থাকি। তাহলে হিন্দুর ক্ষেত্রে কি করব?
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন:
১. এশার সালাত জামাতে গিয়ে শেষ ২ অথবা ১ রাকাত পেলে বাকি ২ অথবা ৩ রাকাত নিজে কিভাবে পড়বো সহিহ হাদিস এর আলোকে জানাবেন। ২.জামাতে ফরজ সালাতে সুরা ফাতিহা কি নিজে পড়বো নাকি শুনবো?
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: পুরুষ ও মহিলার নামাজের মাঝে কি কোনো পার্থক্য আছে? কেউ বলে কোন পার্থক্য নাই। আর কেউ বলে পার্থক্য আছে। দলিল সহ ব্যাখ্যা জানতে চাই।
আসসালামু আলাইকুম! ১ নং প্রশ্ন: আমার নাম শিশির, এখন এই নামটা আমি পাল্টাতে চাচ্ছি।মুহাম্মদ আল আব্দুল্লাহ আমার কি কি করতে হবে? আর যেই নামটা (মুহাম্মদ আল আআব্দুল্লাহ) বললাম সেটা কি রাখা যাবে? অনেকে বলেছেন যে ছেলে আর বাবা ( আমাদের রসুল আর তার পিতা) নাম একসাথে!! আর ২ নং প্রশ্ন: আমি শেইখ সুদাইস কে সালাতে শেষ বইঠকে শাহাদত আংগুলি নাড়াতে দেখলাম, এটা কি সহিহ? আর সহিহ হলে আমার নজর কি আমি আংগুলের দিকে রাখবো না সিজদাহর জায়গায়। আর অনেকে বলছেন যে, তুমি আংগুল নাড়ালে পাশের মুছল্লির নামাজের সমস্যা হবে। মানে অর চোখ ও আমার আংুলের দিকে আসবে। হুজুর দয়া করে একটি মাসনুন পদ্ধতি বলুন। জাজাকাল্লাহ খইর!
আমি আমার স্ত্রীর অনুপস্থিতিতে, তার ভাই চাচা ও নানার উপস্থিতিতে এক বৈঠকে তালাক দিয়েছি। কিন্তু তালাক দিতে আমার মন চাইছিলো না, আমি খুব কান্না করেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু উপস্থিত সকলের পিড়াপীড়িতে তালাকনামায় সিগনেচার করতে এবং মুখে বলতে বাধ্য হয়েছিলাম, আমাকে যা বলতে শিখিয়ে দিয়েছিল আমি তাই বলেছি, আমি বলেছি আমি রোকসানাকে তিন তালাক, বাইন তালাক দিলাম তালাকের পর থেকেই আমি খুব অনুতপ্ত এবং খুব কষ্ট পাচ্ছি। আমি কি কোনভাবে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো?
আসসালামু আলাইকুম। স্যার আমার বাসা ঝিনাইদহ তে। আমাদের এলাকাতে বিজ্ঞানিক পদদতিতে কোরআন শরিফ শেখার পরউচলন আছে। এইটি সুধহ কি না? আমি ১ টা কোরআন (অনুবাদ সহ) কিনতে চাই। কোনটা কিনলে ভাল হয় জানাবেন দয়া করে।
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন কয়েক জন আলেমকে করেছি কিন্তু পরিপূর্ণ উত্তর পাই নাই। আমি কলেজ এ পড়ি, আমি genarel লাইনে এ পড়াশুনা করছি। আমি কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ি নাই। কিন্তু এখন আমার ইচ্ছা অনার্স শেষ হলে ইনশা আল্লাহ্ islamic studies নিয়ে B.A. to PHD করব ইনশা আল্লাহ্। এখন স্যার আমার question হল যে আমি islamic studies নিয়ে পড়লে কি সঠিক দাওয়াতী কাজ করতে পারবো? আর যদি ভালো দায়ী হওয়া যায় তাহলে কোন ইউনিভার্সিটি তে পড়লে ভালো হবে? স্যার আমি আপনার কাছ থেকে একটা উপদেশ চাচ্ছি।
Assalamu Alaikum. I am a fan of Assunah Trust Dr. Abdullah Jahangir Sir. I have a question to Sir regarding Witr Salah. I offer 3 rakah Witr Salah (two rakahs at a time 1 rakah seperately). Can I offer 2 rakahs of Witr Salah in mosque half an hour later 1 rakah at home?
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলঃ ১। জামাতে সালাতের সময় শেষ বইঠকে মুক্তাদি ভুলে শুধু মাত্র তাসাহুদ পরলে (দুরুদ ও মাসুরার দুয়া পরতে ভুলে গেলে) কি করবে? ইমামের সাথে সালাম ফিরিয়ে সালত শেষ করলে কি তার জন্য যথেস্ট হবে? ২. গাইরে মাহারাম মহিলাদের সাথে রাস্থায় দেখা হলে সালাম দেয়ার বিধান জানতে চাই। (এর মাঝে অনেকে বেপরদাও থাকে) আল্লাহ আপনাদের নেক আমলে বরকত দান কারুক
আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আপনার একজন ভক্ত পাঠক। আল্লাহ স্বপ্নে একবার আপনার সাথে দেখা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে আমি কানাডার টরন্টো শহরে পরিবার সহ বসবাস করছি। টাখনুর নিচে কাপড় পরিধান করা হারাম সংক্রান্ত একটি হাদিস ফেসবুক/মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য থেকে নজরে আসায় আমি অনেক আগে থেকেই হাদিসটি আমল করার চেষ্টা করেছি। শীতপ্রধান এই দেশে যেখানে মাইনাস ৩০/৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে, এক দেড় ফুট উচু স্নোতে রাস্তা ভরে থাকে, শরীরের কোন অংশ খোলা রেখে বাহির হওয়া যায় না, এখানে টাখনুর উপরে কাপড় পরিধানের হাদিস কিভাবে আমল করব? আর পায়ে মোজা থাকলে এটার বিধানই বা কি হবে? দয়াকরে জানাবেন ইনশাআল্লাহ।