As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 998
Assalamualaikum Wa rahmatullah… ভাই, আশা করি ভালো আছেন। আপনাদের এই প্রশ্ন উত্তর বিভাগটা খুবই উপকার হচ্ছে। আমি একজন সাধারণ মুসলিম। তাই অনেক কিছুই আপনাদের থেকে জানতে পারছি।আলহামদুলিল্লাহ্! আল্লাহ্ পাক আপনাদের জাযাখায়ের দান করুন।আমিন। ভাই আমি বিবাহিত! আমি সাধারণত সহবাস করার পর আমার লজ্জাস্থান একটা কাপরের টুকরো দিয়ে ভালো করর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 998

প্রশ্ন

Assalamualaikum Wa rahmatullah… ভাই, আশা করি ভালো আছেন। আপনাদের এই প্রশ্ন উত্তর বিভাগটা খুবই উপকার হচ্ছে। আমি একজন সাধারণ মুসলিম। তাই অনেক কিছুই আপনাদের থেকে জানতে পারছি।আলহামদুলিল্লাহ্! আল্লাহ্ পাক আপনাদের জাযাখায়ের দান করুন।আমিন। ভাই আমি বিবাহিত! আমি সাধারণত সহবাস করার পর আমার লজ্জাস্থান একটা কাপরের টুকরো দিয়ে ভালো করর মুছে তারপর ঘুমিয়ে পড়ি। আলসেমির কারনে অজু করা হয় না। এতে কি আমার কোন গুনাহ হচ্ছে? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ভাই, গুনাহ হচ্ছে না। তবে ধুয়ে নিয়ে ঘুমানো ভাল। রাসূলুল্লাহ সা. ধুয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। অনেক সময় না ধোয়ার কারণে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সা. বলেন, إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ غَسَلَ فَرْجَهُ وَتَوَضَّأَ لِلصَّلاَةِ. অর্থ: জুনুবী ব্যক্তি (সহবাসের কারলে অপবিত্র ব্যক্তি) যখন ঘুমাতে চাইবে তখন সে যেন তার লজ্জাস্থান ধয়ে নেয় এবং নামাযের ওযুর মত ওযু করে নেয়। সহীহ বুখারী, হাদীস নং ২৮৮। সুতরাং আমাদের উচিত হাদীস অনুযায়ী ধুয়ে নেয়া। তবে না ধুলে গুনাহ হবে না।