As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 986
আসসালামু আলাইকুম, আমি যখন নিজ এলাকায় অবস্থান করি তখন নিয়মিত জামায়াতের সাথে নামায আদায় করি, কিন্তু যখন অন্য এলাকায় অবস্থান করি তখন ঠিকমত নামায আদায় হয়না . এমতাবস্থায় আমার করণীয় কি এবং যে নামায আদায় হলোনা সেক্ষেত্রে করণীয় কি বুঝিয়ে বলবেন. ওয়াসসালাম া

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 986

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি যখন নিজ এলাকায় অবস্থান করি তখন নিয়মিত জামায়াতের সাথে নামায আদায় করি, কিন্তু যখন অন্য এলাকায় অবস্থান করি তখন ঠিকমত নামায আদায় হয়না . এমতাবস্থায় আমার করণীয় কি এবং যে নামায আদায় হলোনা সেক্ষেত্রে করণীয় কি বুঝিয়ে বলবেন. ওয়াসসালাম া

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেখানে থাকবেন সেখানেই মসজিদে গিয়ে নামায আদায় করবেন। মনকে দৃঢ় করুন যে, যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন নামায ছাড়বেন না। কোন কারণে মসজিদে না যেতে পারলে যেখানে থাকবেন সেখানেই নামায আদায় করবেন। নামায ছেড়ে দেয়া কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। তবে কোন কারনে যদি নামায কখনো ছুটে যায় তাহলে যত দ্রুত সম্ভব আদায় করে নিতে হবে। যেটাকে আমাদের দেশে কাযা নামায বলা হয়।