আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 977

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 অক্টো. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার শেয়ার এর ব্যবসা করা যাবে কি যদি আমি কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় কি ইনভেস্টমেন্ট করা যাবে?
আরেকটা প্রশ্ন আমি কি কাউকে ব্যবসা করার জন্য টাকা দিতে পারি কন্টাক্ট অনুযায়ী? যেমন কেউ আমাকে বলল তাকে ১০০০০ টাকা দিলে সে সেই ব্যবসা থেকে যদি লাভ হয় তাহলে সে লাভের এতো % পাবে। আর যদি লস হয় তাহলে তাকেও লস গুনতে হবে। সে খেত্রে কি ঐ লোক আসলে কি ব্যবসা করবে বা কোথায় আমার টাকা ইনভেস্টমেন্ট করবে সেটা যাচাই করা আমার জন্য জরুরী? আর মুদারাবা বা ইসলামিক শরিয়তে ব্যবসায় খুঁটিনাটি জানার জন্য আমাকে পারলে কারো লেকচার বা কোন সাইটের বা কোন ভালো বই থাকলে প্লিজ একটু হেল্প করলে অনেক খুসি হবো স্যার। জাযাকাল্লাহ খইর!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় ইনভেস্টমেন্ট করা যাবে। কাউকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে আপনি শতকারা হিসাবে তার থেকে লস/ লাভের ভাগী হলে এটা জায়েজ হবে। তবে এভাবে বললে জায়েজ হবে না যে, আমি ১০০০০টাকা দিলাম তুমি প্রতি মাসে আমাকে ২০০টাকা দিবে । আপনি যেভাবে বলেছেন সেভাবে আপনি কাউকে ব্যবসার জন্য টাকা দিতে পারেন। ব্যবসা সংক্রান্ত শায়খ ত্বকী উসমানী হাফিজাহুল্লাহর একটি বইয়ের বাংলা অনুবাদ বের হয়েছে। সম্ভবত বইটি ছয় খন্ডে সমাপ্ত । আপনি সেটি সংগ্রহ করতে পারেন। প্রতিটি খন্ডের নাম আলাদা। সবগুলো একসাথে ক্রয় করা যাবে।