আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 958

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 13 সেপ্টে. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম! এলকোহল তো পারফিউম এ থাকে। এটা ব্যবহার করে নামাজ পড়া যাবে কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সব এলকোহলই মদ নয়, হারাম নয়। সাধারনত পারফিউমগুলোতে যে এলকোহল থাকে তা হালাল। সুতরাং এতে নামাযের কোন সমস্যা হবে না। তবে যদি আপনি নিশ্চিত হন যে,কোন এলকোহলে মদ আছে বা হারাম কিছু আছে তাহলে তা ব্যহার করবেন না। নামাযতো পড়বেনই না।