আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 955

হালাল হারাম

প্রকাশকাল: 10 সেপ্টে. 2008

প্রশ্ন

সরকারি চাকরির পেনসন নেয়া জায়েজ হবে কি?
১। সরকার প্রতিমাসে বেতনের কিছু অংশ কেটে রাখে। তারপর চাকুরীর বয়স শেষ হইলে এই টাকার সুদ শমেদ পেনসন দেয়। ২। এককালীন নিলে পুরা টাকা দেয়। আর অর্ধেক পেনসন নিলে, বাকি টাকা ব্যাংক এ রেখে মাসিক পেনসন দেয়। যা এই টাকার সুদ থেকে আসে। ৩। আরার সরকার বিভিন্ন হারাম কাজের জন্য লাইসেন্স দিয়ে থাকে। সেই টাকা থেকে বেতন দেয়া হয়। এবং পেনসন এর টাকা এর অর্থায়ন এও হয়ে থাকে। ৪। সুদ ভিত্তিক এই বেতন কি হালাল হবে?
৫। যদি তা না হয়, তবে কি সরকারি চাকুরী করা জায়েজ হবে?
৬। যদি জায়েজ হয়, তবে পেনসন নেয়া কি জায়েজ হবে?

উত্তর

সরকারী চাকুরী জায়েজ। বেতন থেকে যে টাকা সরকার রেখে চাকুরী শেষে দেয় তা সুদসহ নেয়া জায়েজ। এটা তার জন্য সুদ হিসাবে গণ্য নয়। তবে চাকুরী শেষে পুরা টাকা না নিয়ে অর্ধেক টাকা নিলে তার থেকে যে সুদ আসে তা নেয়া জায়েজ নেই। অথা্ৎ আপনার ২নাম্বার প্রশ্নে যে বিষয়টি বলেছেন তা জায়েজ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।