আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 952

ঈদ কুরবানী

প্রকাশকাল: 7 সেপ্টে. 2008

প্রশ্ন

সুদ খোরের সাথে কুরবানি দেওয়া যাবে কি?

উত্তর

কুরবানীর পশু যদি কেউ হারাম টাকা দিয়ে কিনে তাহলে তার সাথে ভাগাভাগি কর কুরবানী দেয়া জায়েজ নেই। অর্থা্ৎ একটি গরু যদি কয়েকজন মিলে কুরবানী দেয় আর তাদের কোন একজনের টাকা হারাম হয় তাহলে কারো কুরবানী জায়েজ হবে না। যদি আপনার আশংকা হয় সে সুদের টাকা দিয়ে কুরবানীতে ভাগ রেখেছে তাহলে তার সাথে কুরবানী করবেন না। যদি নিশ্চিত হন কুরবানীর পশু কেনার ক্ষেত্রে সে হালাল টাকা দিয়েছে তাহলে কুরবানী হয়ে যাবে। অার সুদ যে মহাগুনাহ তা বলাল অপেক্ষা রাখে না।