As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 950
আপনাদের মাদরাসাটা কোথায় অবস্থিত? আপনাদের বাচ্চা ভর্তি সংক্রান্ত নিয়মাবলী জানাবেন।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 950

প্রশ্ন

আপনাদের মাদরাসাটা কোথায় অবস্থিত? আপনাদের বাচ্চা ভর্তি সংক্রান্ত নিয়মাবলী জানাবেন।

উত্তর

আমাদের মাদরাসা ঝিনাইদহে অবস্থিত। আমাদের এখানে তাহফীজ বিভাগে ৭/৮ বছেরের বাচ্চা নেয়া হয়। কিতাব বিভাগে ৫ম শ্রেণী পড়ার পর নেয়া হয়। নূরানী বিভাগে শিশু শ্রেণী থেকে ভর্তি করা হয়। বিস্তারিত জানতে ফোন করুন: 01716489818