As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 948
আসসালামু আলায়কুম, এই পেজের এডমিন এর পরিচয় জানতে চাই–।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 948

প্রশ্ন

আসসালামু আলায়কুম, এই পেজের এডমিন এর পরিচয় জানতে চাই–।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই পেজের এ্যডমিনের নাম তিতুমীর আহমাদ। তিনি কুরআন শরীফ হিফজ করার পর বেফাকের অধীনে দাওরায়ে হাদীস শেষ করে স্যার রহ. এর প্রতিষ্ঠানে দুই বছর আদতাখাসসুস ফি উলূমিল হাদীস বিভাগে পড়াশোনা করেছেন। এরপর স্যারের অধিনে প্রায় ২ বছর এই পেজের এ্যাডমিনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও করছেন। অারো জানতে 01792108768।