আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 942

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 আগস্ট 2008

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, ক্যামেরা ক্রয়-বিক্রয়, ভাড়া ও মেরামত ব্যবসা কি হালাল হবে? জানালে খুবই উপকৃত হব। আল্লাহ হাফেজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এক্ষেত্রে মূলনীতি হলো যে জিনিসের ব্যবহার হারাম ও হালাল উভয় কাজে সমান ভাবে কিংবা হালাল কাজে বেশী হয় সেই জিনিসের ব্যবসা এবং সেই জিনিসের প্রতিষ্ঠানে চাকুরী জায়েজ। ক্যামেরা যেহেতু ভাল ও খারাপ কাজে সমানভাবেই ব্যবহৃত হয় আর জিনিসটি বর্তমানে অনেক সময় প্রয়োজন হয় তাই ক্যমেরা বিক্রয় ও মেরামত জায়েজ বলেই মনে হয়। তবে এই ব্যবসা থেকে বেচেঁ থাকতে পারলেই ভাল।