আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 928

বিবিধ

প্রকাশকাল: 14 আগস্ট 2008

প্রশ্ন

একটি ঘটনা সঠিক কিনা? ওমর রা: জানাজা পড়াচ্ছিলেন – এক লোকের, যাকে রাসুল স: জান্নাতি বলেছিলেন, জানাজার সময় লাশের পা নড়ছিলো, মাজা নড়ছিলো, শেষে কাফন উঠিয়ে দেখে সাপে খাচ্ছে… (ইলা আকিরিল কিসসা)

উত্তর

রাসূলুল্লাহ স. যাকে জান্নাতে সংবাদ দিয়ে ছিলেন তার আজাব হবে এটা সঠিক বলে মেনে নেয়া যায় না। এটা বানোয়াট বলেই মনে হচ্ছে। হাদীসে বা ইতিহাসে এমন কোন ঘটনা সহীহ বা ্গ্রহনযোগ্য সূত্রে উল্লেখ আছে বলে আমারদের জানা নেই। আরবী পাঠসহ জানালে বিষয়টি বিশ্লেষন সহজ হবে।