আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 916

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 2 আগস্ট 2008

প্রশ্ন

৯১২ নাম্বার প্রশ্নের দ্বিতীয় অংশে আমার আসলে যেটা জানার ইচ্ছা ছিল, ছোট এস্তেঞ্জা করার পর যদি কেবলমাত্র ঢিলা বা টিস্যু ব্যবহার করা হয় এবং পানি ব্যবহার না করা হয় আর তারপর যদি ঘামে আন্ডারউইয়ার ভিজে যায় তাহলে কোন সমস্যা হবে কিনা ।

উত্তর

না, ঢিলা বা টিস্যু দ্বারা পবিত্রতা অর্জন করার পর ঘামে িআন্ডারওয়ার ভিজে গেলে কোন সমস্যা হবে না। এই অবস্থায় সালাত আদায় করা যাবে।