As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 914
আসসালামু আলাইকুম, ইহরাম অবস্থায় মহিলাদের মুখ, হাত এবং পা ঢাকার নিয়ম কি? ইহরাম অবস্থায় মুখ ঢাকার সহজ পদ্ধতি কি?নিজের অজান্তেই খুসকির সাথে চূল ঝরলে বা ওযুর সময় দাড়ি খিলাল করতে দাড়ি ঝরলে দম দিতে হবে কিনা দয়া করে জানাবেন।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 914

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ইহরাম অবস্থায় মহিলাদের মুখ, হাত এবং পা ঢাকার নিয়ম কি? ইহরাম অবস্থায় মুখ ঢাকার সহজ পদ্ধতি কি?নিজের অজান্তেই খুসকির সাথে চূল ঝরলে বা ওযুর সময় দাড়ি খিলাল করতে দাড়ি ঝরলে দম দিতে হবে কিনা দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইহরাম অবস্থায় মুখ ঢাকা তথা কাপড় লাগিয়ে মুখ ঢাকা নিষেধ। তাই, এমন ভাবে মুখ ঢাকতে হবে যাতে মুখে কাপড় না লাগে। বর্তমানে ইহরাম অবস্থায় মুখ ঢাকার জন্য বাজারে বিশেষ ধরের টুপি পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে পারেন। হাত ও পা ঢাকবেন না। না, এই সব কারণে দম ওয়াজিব হবে না।