হ্যাঁ, এই দুআটি সহীহ। সহীহ হাদীসে বর্ণিত । আস-সুনানুল কুবরা, ইমাম নাসায়ী,হাদীস নং ১০৩৩০; মুসনাদু বাযযার,হাদীস নং৬৩৮৩। আল্লামা হাইসামী রাহ. বলেছেন, হাদীসটির রাবীগণ সহীহাইনের রাবী, উসমান ছাড়া। তবে তিনিও ছিকাহ। মাজমাউজ জাও-য়িদ, হাদীস নং ১৭০০৮। শায়খ আলবানী রাহ. সনদ সহীহ। হাদীসটি হাসান। সহীহ তারগীব ও তারহীব, হাদীস নং ৬৬১। কঠিন বিপদের সময় আল্লাহ পাকের সাহায্য কামনা বিষয়ক দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত।