আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 909

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 জুলাই 2008

প্রশ্ন

ইয়া হায়্যু ইয়া কাইউম বিরাহ্মাতিকা আস্তাগীস, আস্লিহ্লী শানি কুল্লাহু অলা তাকিলনী ইলা নাফসি তারফাতা আইন । — এই দোয়াটির সহী রেফারেন্স জানতে চাচ্ছি । কঠিন বিপদের সময় আল্লাহ পাকের সাহায্য কামনা বিষয়ক দোয়া ও আমল সম্পরকে জানাবেন দয়া করে ।

উত্তর

হ্যাঁ, এই দুআটি সহীহ। সহীহ হাদীসে বর্ণিত । আস-সুনানুল কুবরা, ইমাম নাসায়ী,হাদীস নং ১০৩৩০; মুসনাদু বাযযার,হাদীস নং৬৩৮৩। আল্লামা হাইসামী রাহ. বলেছেন, হাদীসটির রাবীগণ সহীহাইনের রাবী, উসমান ছাড়া। তবে তিনিও ছিকাহ। মাজমাউজ জাও-য়িদ, হাদীস নং ১৭০০৮। শায়খ আলবানী রাহ. সনদ সহীহ। হাদীসটি হাসান। সহীহ তারগীব ও তারহীব, হাদীস নং ৬৬১। কঠিন বিপদের সময় আল্লাহ পাকের সাহায্য কামনা বিষয়ক দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত।