আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 902

নামায

প্রকাশকাল: 19 জুলাই 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম, ভাইয়া মসজিদে গিয়ে যদি কোন নামায না পড়ে সরাসরি বসে পড়ি তাহলে কি গুনাহ হবে? যেহেতু হাদীসে এসেছে কেউ মসজিদে প্রবেশ করে দু রাকাত নামায না পড়ে যেনো না বসে। আর আমদের আহলে হাদীসের ভাইয়েরা এটা অনেক স্ট্রিক্টলী ফলো করে যা দেখে মনে হয় যে মসজিদে প্রবেশ করে কেউ বসে পড়লে গুনাহ হয়ে যাবে। প্লীস একটু জানান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে মসজিদে প্রবেশ করে না বসে দুরাকআত নামায পড়ার কথা রাসূলুল্লাহ সা. বলেছেন । মূমিনের উচিৎ রাসূলুল্লাহ সা.এর সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালিত করা। তবে এটা সুন্নাত নামায, না পড়লে গুনাহ হবে এমন কথা কেউ বলেন নি।