আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 893

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 10 জুলাই 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ১.আমার জানা মতে বুখারি শারীফ -এ হাদিসের সংখ্যা ৭৩৩৯৭ . কিন্তু আমি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনীতে দেখলাম ৭০৫৩ টি, আসলে কোনটি সঠিক। ২. আমি আরবী ব্যাকরণ বুঝার জন্য কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম বুখারী রহ. হাদীসে কোন নাম্বার দিয়ে যান নাই। পরবর্তীতে অনেকেই নাম্বার দিয়েছে। আর একেকজনের নাম্বার একেকে রকম হয়েছে। সুতরাং সবগুলই সঠিক বলে ধরে নিতে হব। তবে মনে রাখবেন হাদীস কিন্তু সব কিতাবে সমানই আছে। ফাতহুল বারী অনুযায়ী হাদীস সংখ্যা ৭৫৬৩। আরবী ভাষা না জানলে এবং ইলমে হাদীস সম্পর্কে না জানলে এই বিষয়টি বুঝা কঠিন। আরো বিস্তারিত জানতে ফোন করুন: 01734717299। কোন শিক্ষক ব্যাতিত আরবী ব্যাকরণের বই দিয়ে আপনি আরবী শিখতে পারবেন না। একজন শিক্ষকের শরনাপন্ন হন এবং তার কাছে পরামর্শ নিন আপনি কোন বই কিনবেন।