আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 891

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 জুলাই 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি জানতে চাই যে, মেয়ের বাবা যদি মেয়ের বিয়ের অনুমতি দিয়ে দেন কিন্তু মেয়ের বাবা বয়ষ্ক এবং অসুস্থ হবার কারণে যদি মেয়ের বিয়েতে উপস্থিত হতে না পারেন (মেয়ের বাবার বাড়ী বরিশাল, বিয়ে হবে ঢাকাতে), তাহলে মোবাইলে মেয়ের বাবার অনুমতি নিয়ে অন্য কেউ বিয়ে পড়াতে পারবেন কিনা? আর এই ক্ষেত্রে বিয়ের দিন শুধু ছেলে কবুল করলেই হবে, নাকি মেয়েকেও কবুল বলতে হবে? (আমি জানি যে মেয়েকে স্বাক্ষীর সামনে কবুল বলতে হয় না) ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের বাবার অনুমতি হলেই হবে, উপস্থিত থাকা জরুরী নয়। বিয়ের ক্ষেত্রে এক পক্ষ থেকে প্রস্তাব করতে হয় আর আরেক পক্ষ থেকে গ্রহন করতে হয় যাকে আমরা ইজাব-কবুল বলি। মেয়ের অনুমতি নিয়ে যদি কেউ প্রস্তাব করে আর ছেলে তা কবুল বলে গ্রহন করে এতে বিয়ে হয়ে যাবে। মেয়ের কবুল বলা শর্ত নয়। সুতরাং প্রশ্নোক্ত বিয়ে হয়ে যাবে। আল্লাহ ভাল জানেন।