আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 885

বিবিধ

প্রকাশকাল: 2 জুলাই 2008

প্রশ্ন

(সমাজে প্রচলিত নিচের ৪ টি ঘটনা সঠিক ঘটনা কিনা? দয়া করে জানাবেন -(আমি সংক্ষিপ্ত ভাবে বলছি)
১. শাদ্দাদের বেহেশত এর ঘটনা। মৃত্যু বেহেশতে ১ পা বাইরে ১ পা রেখে, দিন রাতের মাঝে সন্ধ্যায়য়। ২. নুহ(আ:) এর প্লাবনে বুড়ির ঘটনা। তাকে নিতে ভুলে যান, বুড়ি টের পায়নি প্লাবন শেষ। ৩. এক ঘন্টা সৃষ্টি নিয়ে চিন্তায় ৬০ হাজার বছর ইবাদতের সমান সাওয়াব। ৪. ওয়ায়েস কুরুনি (রা:) এর দাত ভাঙার ঘটনা। তিনি নাকি রাসুল (স: ) এর কোন দাত ভেংগেছিলো বুঝতে না পেরে নিজের সব সেই মহব্বতে…
আর যদি এই ৪ বিষয় রিলেটেড কোন অন্য বা ভিন্ন সঠিক বর্ণনা থাকে তবে তাও জানাবেন। ইনশাআল্লা। আলহামদুলিল্লাহ্। জাযাকাল্লাহ খাইর

উত্তর

প্রশ্নে উল্লেখিত প্রতিটি বর্ণনায় বানোয়াট। কুরআন বা গ্রহনযোগ্য কোন হাদীসে এই সব কথা নেই। এগুলো বর্ণনা করা বা বিশ্বাস করা যাবে না।