আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 878

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 জুন 2008

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমরার জানি নামাজে তাকবিরে তাহরিমা বলা ফরজ। যখন ইমামের সাথে জামাতে নামাজ পরবে তখন মুসল্লির তাকবিরা তাহরিমা বলতে হবে কিনা? এক রাকাত পরে নামাজ শুরু করলে তখন কি করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, যখন ইমামের সাথে নামায পড়বেন তখনও তাকবীর তাহরীমা ফরজ। এক রাকআত বা কয়েক রাকআত হয়ে যাওয়াার পরে আসলেও তাকবীরে তাহরীমা ফরজ। মোটকথা সর্বাবস্থায় তাকবীরে তাহরীমা ফরজ। তাকবীরে তাহরীমা ব্যতিত নামায সহীহ হবে না।