As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 876

হালাল হারাম

প্রকাশকাল: 23 Jun 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার শশুর দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালায়(ব্যবসা করে), তিনি দোকানে বিড়ি, সিগারেট, কোকাকোলা… বিক্রি করে। আমার প্রশ্ন, এ ভাবে কি রোজগার হালাল হবে, না হারাম হবে? যদি হারাম হয় তাহলে আমার শশুর আমাকে দাওয়াত করলে সে দাওয়াতে কি যাওয়া(খাওয়া দওয়া করা) যাবে?
আমরা স্বামী-স্ত্রী, শশুরের এসব দ্রব্য বিক্রি বন্ধের জন্য কি করতে পারি? দয়াকর একটু পরামর্শ দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনারা তাকে বুঝিয়ে বলবেন এসব না বিক্রি করার জন্য। আর তার ব্যবসার এই জিনিসগুলো বিক্রি থেকে অর্জিত লাভ শুধু হালাল নয়, বাকীগুলো হালাল। একটি মুদি দোকানে কত শতাংশ লাভ এর থেকে হয়? হয়ত এক শতাংশও নয়। সুতরাং তার বাড়িতে খাওয়া দাওয়াতে আশা করি কোন সমস্য হবে না। তবে এই সব পন্য বিক্রি বর্জন করা একজন মূমিনের একান্ত দায়িত্ব।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।