As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 873
আমি গোসল করার সময় আগে পূর্ণাংগ রূপে ওযু করি,তারপর গোসল করি। কিন্তু গোসল করার সময় আমার মাঝে মাঝে লজ্জাস্থান স্পর্শ করা হয়ে যায় মানে তা পরিষ্কার করার জন্য। আমি যতদূর জেনেছি,লজ্জাস্থান স্পর্শ করলে নাকি ওযু ভেঙ্গে যায়। এখন আমার প্রশ্ন হলো,এই গোসলের পর সালাত পড়ার জন্য আমার আবার অজু

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 873

প্রশ্ন

আমি গোসল করার সময় আগে পূর্ণাংগ রূপে ওযু করি,তারপর গোসল করি। কিন্তু গোসল করার সময় আমার মাঝে মাঝে লজ্জাস্থান স্পর্শ করা হয়ে যায় মানে তা পরিষ্কার করার জন্য। আমি যতদূর জেনেছি,লজ্জাস্থান স্পর্শ করলে নাকি ওযু ভেঙ্গে যায়। এখন আমার প্রশ্ন হলো,এই গোসলের পর সালাত পড়ার জন্য আমার আবার অজু করার দরকার আছে কি না? যেহেতু লজ্জাস্থান স্পর্শ করার কারণে ঐ মাসালার আলোকে আমার অযু ভেঙ্গে গিয়েছে!

উত্তর

সহীহ হাদীসের ভিত্তিতে এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে লজ্জাস্থান স্পর্শ করলে ওযু না ভাঙ্গার মতটিই শক্তিশালী বলে মনে হয়। আপনি যদি এই মতটি মানেন তাহলে কোন সমস্যা নেই। আর যদি ভেঙ্গে যায় এই মতটি মানেন তাহলে আপনাকে নতুন করে ওযু করতে হব।