As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 871

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জুন 2008

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, আমি অসুস্থ মানুষের সুস্থতার জন্য কোনো বিশেষ নামাজ আছে কিনা তা জানার জন্য আপনাদের কাছে এসেছি | আমার এক বন্ধু ব্লাড ক্যান্সার এ আক্রান্ত | বর্তমান পরিস্থিতি এমন যে ডাক্তাররা কোনো আশা রাখতে পারছেন না | বিদেশে নিলে তার চিকিৎসা খরচ এতো বেশি যেটা সম্ভব কিনা আমি জানি না আর তাতে লাভ হবে কিনা নিশ্চিত না | এখন তার সুস্থতা তো আল্লাহ রাব্বুল আলামিন এর হাতে আর মানুষের হায়াৎ তো উনি ঠিক করেন | আল্লাহ এর কাছে বিশেষ ভাবে চাইলে আল্লাহ তা পূরণ করতেও পারেন আমি যতটুকু জানি | এখন ওর সুস্থতা কামনার জন্য এমন কি কোনো বিশেষ নামাজ আছে যেটা হয়তো আল্লাহ কবুল করতে পারেন | অন্তত হায়াৎ আরো অনেক দিন যেন লম্বা হয় | একমাত্র আল্লাহ এর মিরাকেল ছাড়া আর কোনো কিছুই আমাদের করার নেই বলেই মনে করি | আমি দুশ্চিন্তাগ্রস্থ এবং দুঃখিত | আপনাদের জ্ঞান এর সহযোগিতা কামনা করছি | আল্লাহ আমাদের সবার কল্যাণ করুক | আমিন |

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা তার জন্য দুআ করি আল্লাহ যেন তাবে পরিপূর্ণ সুস্থতা দান করেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ ক্ষমা করেন বলে হাদীসে এসেছে। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য বিশেষ কোন নামায আছে বলে আমরা পাই নি। তবে তাহাজ্জুদ নামাযের সাজদাতে এবং অন্যান্য সময় আল্লাহর কাছে দুআ করবেন। এছাড়া সুস্থতা চাওয়ার কিছু দুআ রাসূলুল্লাহ সা. আমাদেরকে শিখিয়েছেন। নিচে দুটি দুআ দিয়ে দিলাম। ১। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى । উচ্চারণ: আল্লাহুমমাগফির লি ওয়ার হামনি ওয়াহ দিনি-ওয়াআ-ফিনি-, ওয়ার ঝুকনি। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন, আমাকে হেদায়াত দান করুন, আমাকে সুস্থ রাখুন এবং রিযিক দান করুন। সহীহ মুসলিম, হাদীস নং ৭০২৫।দুআটি দুই সাজদার মাঝে ও অন্যান্য সময় পাঠ করবে। ২। أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا। সহীহ বুখারী, হাদীস নং ৫৬৭৫। এই দুআটি নামাযের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করবে। বিপদ-আপদ ও রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন. ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি।