আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 857

হালাল হারাম

প্রকাশকাল: 4 জুন 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হলো-
১. ধুমপান (smoking) করা কি হারাম?
২. ধুমপান (smoking) করে নামায পরলে কি নামায হবে?
৩. ধুমপানকারী (smoker) ইমামের পিছনে নামায পরলে কি নামায হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ধুমপানের মাধ্যমে শরীরের ক্ষতি হয় আর অর্থের অপচয় হয়। এর মধ্যে ক্ষতি ছাড়া কোন কল্যানকর কিছু নেই। তাই বিশ্বের অধিকাংশ আলেমের নিকট ধুমপান হারাম। কোন কোন আলেম অবশ্য মাকরুহ বলেছেন। শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. বেচেঁ থাক কালীন আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, হারাম। আমি বলালাম অনেকে যে, মাকরুহ বলে? তিনি তখন বললেন, সিগারেটের কথা স্পষ্ট হাদীসে উল্লেখ না থাকায় অনেকে মাকরুহ বলেন। তবে মুল বিষয় একই সকল আলেমই ধুমপানকে মূলত হারামই মনে করেন। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। কোন একটি পাপ কাজ করলে অন্য ভাল কাজ কবুল হবে না বিষয়টি এমন নয়। ভাল কাজের সওয়াব মানুষ পাবে। তবে এমন ধুমপানকারী ইমামের পিছনে সালাত না করে যিনি করেন না এমন ইমামের পিছনে সালাত আদায় করবেন । আর যদি সম্ভব না হয় তাহলে ঐ ইমামের পিছনেই আদায় কর হবে। জামাত ত্যাগ করা যাবে না।