As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 834
১। দোয়া কবুলের সময় কোনগুলো? এমন কেউ কি আছে যার দোয়া শতভাগ কবুল হয়? ২। অনেক সময় ক্লাস চলাকালীন সময়ে বা পরীক্ষা থাকার কারনে জামাতে নামাজ পড়া সম্ভব হয় না । পরবর্তীতে একাকী নামাজ পড়তে হয় । এতে কি গুনাহ হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 834

প্রশ্ন

১। দোয়া কবুলের সময় কোনগুলো? এমন কেউ কি আছে যার দোয়া শতভাগ কবুল হয়? ২। অনেক সময় ক্লাস চলাকালীন সময়ে বা পরীক্ষা থাকার কারনে জামাতে নামাজ পড়া সম্ভব হয় না । পরবর্তীতে একাকী নামাজ পড়তে হয় । এতে কি গুনাহ হবে?

উত্তর

১. দুআ কবুলের বিশেষ সময়গুলো হলো: শেষ রাত, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়, রমযান মাস, ফরজ বা নফল সিয়াম অবস্থায়, ইফতারের সময়, যমযমের পানি পান করার সময়, শুক্রবারদিন মাগরিবের পূর্বমূহুর্তে ইত্যাদি। ২. সর্বাবস্থায় আমাদের জামাতে নামায আদায় করা উচিত। একান্ত সম্ভব না হলে একাকী পড়বেন। আশা করি গুনাহ হবে না।