As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 825

প্রশ্ন

আসসালামু আলাইকুম। অফিস টাইমে আমার স্ত্রীর সাথে কথা বলার সময় মাঝে মাঝে ১-২ ফোঁটা পানি (বীর্য না) বের হয়ে আমার আন্ডার ওয়ার ভিজে যায় । এমতবস্থায় আমি পানি দিয়ে আন্ডার ওয়ার এর সামান্য ওই অংশ টুকু ধুয়ে ফেলি। আর আন্ডার ওয়ার শুকানোর আগেই জামাতের টাইম হয়ে যায় বলে জামাতে শরিক হয়ে নামাজ পরে ফেলি। আপনার কাছে প্রশ্ন হল, ওই অংশটুকু ধোয়ার ফলে আমার কাপড় কি পাক হইতেছে? আর ওই অবস্থায় নামাজ পরলে আমার নামাজের কি কোন ক্ষতি হচ্ছে? আশা করি আমাকে উত্তরটি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি খুব ভাল করে ধুয়ে নিবেন। আপনি যতক্ষন না নিশ্চিত হন যে নাপাক নেই ততক্ষন ধুবেন। এভাবে আপনার পোশাক নামাযের উপযোগী হয়ে যাবে।