As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 817

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Apr 2008

প্রশ্ন

ইসলামী দল বা ইসলামের নামে রাজনীতি করা ইসলাম সম্মত কি – না জানালে উপকৃত হবো

উত্তর

ইসলামী দল বা ইসলামী রাজনীতি দীনি দাওয়াতের একটি অংশ। সুতরাং এটা ইসলাম সম্মত। বর্তমানে সমাজে যারা ইসলামী মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা চান না, তারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামী মূল্যবোধের বিকাশ রোধ করেন। এ কারণে ইসলামের বিরুদ্ধে সকল প্রচেষ্টার মুকাবিলা করাও আমাদের নৈতিক দায়িত্ব।বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইয়ের ৪৬৬ পৃষ্ঠ থেকে ৪৭৭ পৃষ্ঠা।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।