As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 813

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার সালাত সম্পর্কে কিছু কথা আপনাদের সঙে শেয়ার করছি । আমার কোথাও ভুল হলে দয়া করে সংশোধন করে দিবেন। ১. রফলইয়াদাইন ১ বার করা এবং ১ বারের বেশি করা দুইটাই সহিহ হাদিস সম্মত। সেই ক্ষেত্রে আমি দুইটাকেই ভালোবাসি এবং মহাব্বত করি। কারো সঙে দ্বন্দে লিপ্ত হই না। হাদিসের মতন আমাদেরকেও উদার হতে হবে। দ্বন্দে লিপ্ত হওয়া মানে শয়তানকে সুযোগ করে দেয়া, এছাড়াও আরোও অনেক সমস্যাও হতে পারে। আমার সমাজে প্রায় সবাই হানাফি মাজহাবের। সমাজের ঐক্যের দিকে গুরুত্ব দিয়ে আমি জামাতের সাথে সালাত পড়াকালীন সময়ে রফলইয়াদাইন করি না। কারন ঐক্য

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম প্রশ্নে আপনি যেটা বলেছেন সেটা করতে পারেন। কোন সমস্যা নেই। ২। রুকু থেকে উঠে হাত বাধা বা ছাড়ার ব্যাপারে স্পষ্ট করে কোন হাদীসে বলা নেই তবে পূর্ব থেকে হাত ছেড়ে দেয়ার উপরই আমল হয়ে আসছে। বর্তমানে কোন কোন আলেম হাত বাধার পক্ষে মত দিয়েছেন। তবে হাত না বাধাটাই ভাল বলে মনে হয়। আমি আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারী সাহেবেন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি টাকা পয়সা দিতে চাইলে উনার সাথে আলাপ করে দিবেন। ০১৭১৮১৩৬৯৬২। আমাদের অফিসের ফোন নাম্বার হলো, ০৪৫১৬২৫৭৮।