আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 813

নামায

প্রকাশকাল: 21 এপ্রিল 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার সালাত সম্পর্কে কিছু কথা আপনাদের সঙে শেয়ার করছি । আমার কোথাও ভুল হলে দয়া করে সংশোধন করে দিবেন। ১. রফলইয়াদাইন ১ বার করা এবং ১ বারের বেশি করা দুইটাই সহিহ হাদিস সম্মত। সেই ক্ষেত্রে আমি দুইটাকেই ভালোবাসি এবং মহাব্বত করি। কারো সঙে দ্বন্দে লিপ্ত হই না। হাদিসের মতন আমাদেরকেও উদার হতে হবে। দ্বন্দে লিপ্ত হওয়া মানে শয়তানকে সুযোগ করে দেয়া, এছাড়াও আরোও অনেক সমস্যাও হতে পারে। আমার সমাজে প্রায় সবাই হানাফি মাজহাবের। সমাজের ঐক্যের দিকে গুরুত্ব দিয়ে আমি জামাতের সাথে সালাত পড়াকালীন সময়ে রফলইয়াদাইন করি না। কারন ঐক্য রক্ষা করা খুব-ই গুরুত্বপূর্ণ, যা স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন। তবে রফলইয়াদাইন ১ বারের বেশি করা সম্পর্কে যেহেতু প্রচুর সহিহ হাদিস আছে, সেই ক্ষেত্রে আমি বাসায় মাঝে মাঝে নফল ইবাদত/একাকী যে কোন সালাত পড়ার সময় রফলইয়াদাইন করি। আবার যেইখানে রফলইয়াদাইন মানুষ বেশি করে সেইখানে আবার রফলইয়াদাইন করি। এতে আমার কোন ভুল হয়ে থাকলে, দয়া করে সংশোধন করে দিবেন। ২. রুকু থেকে উঠার পর পুনরায় হাত বাঁধা এবং হাত ছেড়ে দেওয়া – এই দুইটা হাদিস আমাকে বুঝিয়ে দিবেন? এইক্ষেত্রে দুইটাই সঠিক হলে, আমি বাসায় মাঝে মাঝে এই ২ টা হাদিসের উপর আমল করতে পাব কি?
স্যার এর প্রতিষ্ঠিত মসজিদ/মাদরাসা/দ্বীনী কাজে/এতিমদের সাহায্য করার জন্য আপনাদের কোন Bkash নাম্বার থাকলে, নাম্বারটা দয়া করে দিবেন। আপনাদের সকলকে আল্লাহ্ উত্তম প্রতিদান দান করুন। আপনাদের সকলের প্রতি আমার মহাব্বত, ভালোবাসা, দুয়া ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম প্রশ্নে আপনি যেটা বলেছেন সেটা করতে পারেন। কোন সমস্যা নেই। ২। রুকু থেকে উঠে হাত বাধা বা ছাড়ার ব্যাপারে স্পষ্ট করে কোন হাদীসে বলা নেই তবে পূর্ব থেকে হাত ছেড়ে দেয়ার উপরই আমল হয়ে আসছে। বর্তমানে কোন কোন আলেম হাত বাধার পক্ষে মত দিয়েছেন। তবে হাত না বাধাটাই ভাল বলে মনে হয়। আমি আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারী সাহেবেন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি টাকা পয়সা দিতে চাইলে উনার সাথে আলাপ করে দিবেন। ০১৭১৮১৩৬৯৬২। আমাদের অফিসের ফোন নাম্বার হলো, ০৪৫১৬২৫৭৮।