আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 795

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 এপ্রিল 2008

প্রশ্ন

মোহতারাম, জেনেছি, যে মহান আল্লাহর অনুগ্রহে কিছু মানুষ এ বৈশিষ্ট্যের অধিকারী হবেন যে, তাকে কবরদেশে সুওয়াল জাওয়াবের সম্মুখীন হতে হবে না। ১) শহিদ ২) সীমান্তরক্ষী সৈনিক ৩) যিনি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪) আপাদমস্তক আল্লাহ ও তাঁর রাসুলের ওপর সত্যনিষ্ঠ আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক ৫) অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে ৬) পাগল ও বোকা লোক ৭) যে জুমার দিনে বা রাতে মারা যাবে ৮) যে প্রতি রাতে আল্লাহর রহমত প্রাপ্তির প্রত্যাশায় সুরা তাবারাকাল্লাযি তিলাওয়াত করবে। উল্লিখিত বর্ণনা সঠিক কিনা?

উত্তর

কিছু মানুষ আছে যারা কবরের আজাব ও পরীক্ষা থেকে মুক্ত থাকবে বলে বিভিন্ন হাদীসে বলা হয়েছে। কবরে সওয়াল জওয়াবের মুখোমুখী হবে না, হাদীসে এমন স্পষ্ট নেই। তারা হলেন, ১. আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদার। ২. শহীদ। ৩. যিনি নিয়মিত সূরা মূলক তেলাওয়াত করেন। ৪. পেটের অসুখে যিনি মারা যান। ৫.জুমুআর দিনে বা রাত্রে মারা যাওয়া ব্যক্তি । হাদীসগুলো গ্রহনযোগ্য। পাগলও মাপ পাবে। অপ্রাপ্ত বয়স্তক শিশুর ব্যপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন, কবরে প্রশ্ন করা হবে, আবার কেউ বলেন, হবে না।