আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 787

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 মার্চ 2008

প্রশ্ন

১। ওজু শেষ করে কালিমা শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়তে হয় – এইটা কি সহিহ হাদিস সম্মত? নাকি শুধু কালিমা শাহাদাত পড়লেই হবে?
২। দুই সেজদার মাঝে আমি দুয়াটি এইভাবে পড়িঃ- আল্লাহুমাগফিরলী, ওয়ারহামনি, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া আফিনি, ওয়ার যুকনী, ওয়ার ফাঅ নী। এইভাবে পড়া যাবে?
৩। আমাদের সমাজে দেখা যায়, কারো শরীরে পা লাগলে, সঙে সঙে তাকে হাত দিয়ে ছুঁয়ে সালাম করেন। এইটা কি কোরআন ও সহিহ হাদিস সম্মত? এক্ষেত্রে আমাদের করনীয় কি?

উত্তর

শুধু কালিমা শাহাদাত পড়লেই হবে। সহীহ মুসলিম, হাদীস নং ৫৭৬। জ্বী, দুই সাজদার মাঝের এই দুআটি এভাবে পড়লেই হবে।হাদীসে বিভিন্নভাবে দুআটি পড়ার কথা এসেছে। কারো শরীরে পা লাগলে আমাদের দু:খ প্রকাশ করা উচিত। হাত দিয়ে ছুঁয়ে সালাম করার প্রয়োজন নেই।