আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 776

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 15 মার্চ 2008

প্রশ্ন

আমাদের সমাজে তাবলীগ নামে একটি জামাআত রয়েছে। যারা নির্দিষ্ট এলাকার মসজিদ থেকে বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে থাকেন। যার সময়সীমা ৩ দিনের জামাআত অথবা ৪০ দিনের এক চিল্লা ইত্যাদি। যার মাধ্যমে দেখা যাই, এখানে গিয়ে অনেকের মাঝে পরিবর্তন আসে। আবার তাবলিগের বইগুলোকে নিয়ে অনেক বিতর্কিত কথা শুনেছি, যা কিনা কোরআন ও সহিহ হাদিস সম্মত নয় !!
এখন আমার প্রশ্ন হল ৩ দিনের জামাআত অথবা ৪০ দিনের এক চিল্লায় গিয়ে এইসব বইগুলো থেকে তালিম করার সুন্নাহ সম্মত বিধান কি? স্যার এই সম্বন্ধে কি বলেছেন, জানালে খুব ই উপকার হয়।

উত্তর

সুন্নাত বিধান তো স্পষ্ট কুরআন-হাদীসের সহীহ কথাগুলো মানুষদেরকে বলতে হবে। জেনে শুনে কোন বাতিল কথা মানুষদেরকে বলা যাবে না। কোনটা সঠিক এবং সঠিক নয় তা মানুষদেরকে স্পষ্ট করে দিতে হবে। তাদের কিছু ভাল বইও আছে, সেগুলো তালীম করুন। যেমন, মুন্তাখাবুল হাদীস।