আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 773

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 মার্চ 2008

প্রশ্ন

প্রশ্ন হলো,মহিলাদের জন্য কি একই মাসআলা? আসসালামুয়ালাইকুম। অনেক সময় স্ত্রীর সাথে কথা বলাতে (স্পর্শ না করেই) কিংবা বাহিরে কোন মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে নিজের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষনপর বীর্য এর মত পানি চলে আসছে কিন্তু বের হয়ে পড়েনাই। এই অবস্থায় গোসল ফরজ হয়েছে কি? ওয়া আলাইকুমুস সালাম। না, গোসল ওয়াজিব হবে না। যদি ঐ পদার্থটা বের হয় তবুও গোসল ওয়াজিব হবে না, ওযু করতে হবে।

উত্তর

হ্যাঁ, মহিলা পুরুষ সবার জন্যই এক মাসআলা।